ব্রিটেনের করোনাভাইরাস ঝুঁকির লিস্টে ভারত কেন ‘কমলা’ আর পাকিস্তান কেন ‘লাল?’- ক্ষিপ্ত ইসলামাবাদ

কোয়ারেন্টিন সম্পর্কিত সিদ্ধান্তে ক্ষিপ্ত হন নাজ শাহের মত পাকিস্তানি বংশোদ্ভূত ক’জন ব্রিটিশ এমপি

ব্রিটেন তাদের ‘রেড লিস্ট‘ অর্থাৎ কোভিড নিয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকা থেকে সম্প্রতি ভারতকে সরিয়ে নিলেও পাকিস্তানকে রেখে দেওয়ায় পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ এমপিদের পর এখন ইসলামাবাদ পক্ষ থেকেও ক্ষোভ প্রকাশ শুরু হয়েছে।
পাকিস্তানের প্রভাবশালী কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি আজ (সোমবার) – তার ভাষায় – “ভারত-পন্থী প্রভাবিত“ ব্রিটিশ সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

ব্রিটেনে ভ্রমণের লাল তালিকা থেকে গত সপ্তাহে ভারতকে সরিয়ে নিলেও পাকিস্তানকে রেখে দেওয়ার পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ এমপিরা বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে সরকারের ওপর চড়াও হয়।

চাপে পড়ে ব্রিটেনের সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে পাকিস্তানের কাছ থেকে টিকা এবং সংক্রমণের সর্বশেষ তথ্য তাদের দেওয়া হয়নি।

Scroll to Top