ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে নারীর ওপর বর্বর নির্যাতন, গুজব রটিয়ে বিএনপিকে জড়ানোর অপচেষ্টা শিবিরের: বিএনপি

কুমিল্লা, মুরাদনগর রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এক নারীর ওপর নির্মম নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘিরে দেশব্যাপী চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আলী সুমন, যিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচিত। তার সঙ্গে সংশ্লিষ্ট ফজর আলীও আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে তথ্য উঠে এসেছে।

ঘটনার সঙ্গে বিএনপি বা ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। বরং…
বিএনপি দাবি করছে, এই অমানবিক ঘটনাকে বিকৃত করে জামায়াত-শিবির চক্র রাতারাতি গুজব ছড়িয়ে বিএনপিকে জড়ানোর অপপ্রয়াস চালিয়েছে।

বিএনপির অভিযোগ:

“এই অপপ্রচারে নেতৃত্ব দিয়েছে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম এবং ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ। যারা অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও গণ-অভ্যুত্থানের পরে শিবিরের ছায়ায় রাজনৈতিক পুনর্জন্ম নিয়েছে।”

বিএনপি আরও বলছে, এই চক্রের গুজব ও অপতথ্যের ধরণ আওয়ামী লীগের ডিজিটাল প্রচারক সজীব ওয়াজেদ জয়ের কৌশলের অনুরূপ।

তাদের দাবি শিবির একটি পরিকল্পিত গুজবসন্ত্রাস চালিয়ে যাচ্ছে — যা বিএনপির নেতাকর্মীদের চরিত্র হনন এবং জনগণের মধ্যে উসকানি ছড়ানোর মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কৌশল।

বিবৃতিতে বলা হয় ছাত্রশিবির বর্তমানে গুজবসন্ত্রাস নামক একটি সংক্রামক রোগে আক্রান্ত, যা তারা অন্য দলেও ছড়িয়ে দিচ্ছে। তারা মিথ্যা, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে দেশের রাজনীতিকে কলুষিত করছে।

নারী নির্যাতন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদী ছাত্রদল নারীর প্রতি সহিংসতা, শ্লীলতাহানি, ধর্ষণসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার। তারা এই ঘটনার কঠোর ও দ্রুত বিচার দাবি করেছে।

Scroll to Top