সিটির সঙ্গে এক দশকের সম্পর্ক শেষ হচ্ছে ব্রুইনার

ম্যানচেস্টার সিটির সঙ্গে আসছে গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হবে কেভিন ডি ব্রুইনার। মেয়াদ শেষে ইতিহাদ ছাড়তে চান এই বেলজিয়ান মিডফিল্ডার। সিটি ছেড়ে যাওয়ার ঘোষণা ইনস্টাগ্রামে নিজেই দিয়েছেন তিনি। এর মাধ্যমে ১০ বছরের সমর্কের সমাপ্তি ঘটবে সিটির সঙ্গে ব্রুইনার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ব্রুইনা জানিয়েছেন, ‘সব গল্পেরই একটা শেষ আছে। তবে নিঃসন্দেহে এটা (ম্যান সিটিতে খেলা) সেরা অধ্যায় ছিল। ম্যানচেস্টার সিটি-তে এই কয়েকটা মাসই আমার শেষ। আসুন, বাকি সময়টুকু আমরা একসঙ্গে উপভোগ করি!’

২০১৫ সালে জার্মান ক্লাব ভলফসবুর্গ থেকে পাঁচ কোটি ৪৫ লাখ পাউন্ডে ব্রুইনাকে কিনেছিল সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে বর্তমানে তার দশম মৌসুম চলছে। এই দশ মৌসুমে ব্রুইনা সিটির হয়ে খেলেছেন ৪১৩টি ম্যাচ। 

এই সময়কালে, তিনি ১০৬টি গোল করেছেন। যা কলিন বেল পরবর্তী প্রথম সিটি মিডফিল্ডার হিসেবে তাকে শত গোলের মাইলফলক অর্জনকারী হিসেবে পরিণত করেছে।

৩৩ বছর বয়সী ব্রুইনা সিটির হয়ে ১৯টি শিরোপা জিতেছেন। এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, দুটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ, একটি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ, একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, একটি উয়েফা সুপার কাপ এবং তিনটি কমিউনিটি শিল্ড।

Scroll to Top