ঢাকার হাজারীবাগে ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আহত এক কিশোর আজ শুক্রবার সকালে মারা গেছে। নিহত কিশোরের বাবা বলেছেন, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে সে গুরুতর আহত হয় ।পরে হাসপাতালে সে মারা যায়।

ওই কিশোরের নাম মো. শাহাদত হোসেন আকবর শান্ত (১৭)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সে মারা যায়।

নিহত শাহাদতের বাবা আফজাল হোসেন বলেন, হাজারীবাগ পার্ক এলাকায় সাইকেল চুরি করতে গেলে এলাকাবাসী কিশোর গ্যাংয়ের সদস্যদের ধাওয়া করে। শাহাদতও কিশোর গ্যাংয়ের সদস্যদের ধাওয়া দেয়। এ সময় কিশোররা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় হাজারীবাগ থানা-পুলিশ কিশোর গ্যাংয়ের তিনজনকে আটক করেছে।

শাহাদত পরিবারের সঙ্গে হাজারীবাগে থাকত। তার বাবা আফজাল হোসেন এলিফ্যান্ট রোডে একটি ব্লেজারের দোকানে চাকরি করেন। ‌

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।

Scroll to Top