‘মান্নাত’-এর বাইরে কড়া নিরাপত্তা, হতাশ শাহরুখ–অনুরাগীরা

জোড়া উৎসবে মেতে উঠেছে মুম্বাইবাসী। একদিকে দেওয়ালি, অন্যদিকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন। গতকাল শুক্রবার রাত থেকেই কিং খানের অনুরাগীরা ভিড় করেছেন ‘মান্নাত’-এর বাইরে। কিন্তু মান্নাতের বাইরে কড়া নিরাপত্তার বেষ্টনী দিয়েছে মুম্বাই পুলিশ।
ঝলমলিয়ে উঠেছে শাহরুখ খানের মান্নাত। দেওয়ালির পাশাপাশি বলিউডের বাদশাহর জন্মদিন উদ্‌যাপন করতে আলোকসজ্জায় সজ্জিত মান্নাত। আজ শনিবার ৫৯ বছরে পা দিলেন বিটাউনের চিরতরুণ সুপারস্টার শাহরুখ খান। প্রতিবারের মতো এবারও মান্নাতের সামনে লোকে লোকারণ্য। দূরদূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন মুম্বাইতে। গতকাল সন্ধ্যা থেকেই মানুষের ভিড় মান্নাতের বাইরে। প্রিয় তারকা শাহরুখকে একঝলক দেখাই তাঁদের দেওয়ালির সেরা উপহার পাওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, মান্নাতের সামনে মানুষের ঢল।

মানুষের ভিড়কে নিয়ন্ত্রণ করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ লাঠিপেটা করে জনতাকে সামাল দিচ্ছে। কিন্তু মান্নাতের ঠিক বাইরের রাস্তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

কিং খানের প্রাসাদসম বাংলোর ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকে। তাই তাঁর ভক্তরা এবার বেশ হতাশ। কিন্তু অনেকে তাঁদের প্রিয় তারকার সুরক্ষার কথা ভেবে এই দূরত্ব মেনে নিয়েছেন। আবার আবার কারও কারও কণ্ঠে শোনা গেছে হতাশার সুর। মান্নাত থেকে কয়েক শ মাইল দূর থেকে তাঁরা তারস্বরে বলে উঠছেন, ‘হ্যাপি বার্থডে, শাহরুখ। উই লাভ ইউএস আরকে।’ তাঁদের শুভেচ্ছাবার্তা হয়তো মান্নাতের আনাচকানাচে গুঞ্জে উঠছে। কিং খানের অসংখ্য অনুরাগীর পরনে দেখা গেছে শাহরুখ ছবি দেওয়া টি–শার্ট।

আবার কেউ কিং খানকে নিয়ে কবিতা লিখেছেন। কোনো কোনো অনুরাগী বারবার আওড়ে যাচ্ছেন শাহরুখের ছবির বেশ কিছু সুপার হিট সংলাপ।

আবার অনেকের দাবি, ৯৫ দিন ধরে তাঁরা তাঁদের প্রিয় সুপারস্টারকে একঝলক দেখার জন্য অপেক্ষা করছেন। কিছুদিন আগে আততায়ীর গুলিতে প্রাণ হারান এনসিপি নেতা তথা সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক। এদিকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল থেকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানকে। অনেকের ধারণা, তাই এবার মুম্বাই পুলিশ শাহরুখের জন্য বাড়তি সুরক্ষার ব্যবস্থা করেছে।

Scroll to Top