বিনোদন বিভাগ : সম্প্রতি কারামুক্তির পর নিজেকে অনিরাপদবোধ করছেন বাংলাদেশের প্রভাবশালী চিত্র নায়িকা পরীমনি। মাদকদ্রব্য আইনে গ্রেফতার হওয়ার পর ২৭ দিন পর কারা মুক্তি পান এই নায়িকা।
পরীমনি ফেসবুক স্ট্যাটাসে বঙ্গবন্ধু কন্যার কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে একটি আরজি করেন। তিনি স্ট্যাটাসে লিখেন, বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন। রাস্তায় মানুষগুলো এত অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।
নিজের নিরাপত্তার বিষয়ে পরিমনি সাংবাদিকদের বলেন, সারাদেশের মানুষ আমার বাসার ঠিকানা জেনে গেছে। প্রতিদিন আমার বাসার নিচে অবস্থান করছে শত শত মানুষ। নিজের জীবনের সুখের কথা ভেবে প্রধানমন্ত্রী তথা আমার মা’র কাছে নিরাপত্তা চেয়েছি।
উল্লেখ্য পরিমনির করা মামলার আসামি নাসির উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী কর্মকর্তা।