ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

ঢাকা, বুধবার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, “নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠু রাখতে এবং নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা।”

এ সময় উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, “নতুন সদস্যদের প্রশিক্ষণ ও নিয়োগ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় অনেক ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হয়। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচন ঘিরে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, আগামী নির্বাচনের কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।

Scroll to Top