জি এম কাদেরের সিদ্ধান্ত ‘বেআইনি’, বললেন জাপার তিন জ্যেষ্ঠ নেতা

ঢাকা, মঙ্গলবার:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের সম্পূর্ণ বেআইনিভাবে দলের সিনিয়র নেতাদের সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন বলে অভিযোগ করেছেন দলের তিন জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হক (চুন্নু)। তাঁরা জানান, এই সিদ্ধান্ত তাঁরা মানেন না এবং তাঁরা দলের কাউন্সিলে অংশ নেবেন।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই তিন নেতা বক্তব্য দেন। এ নিয়ে গত এক সপ্তাহে জাপা থেকে মোট ১১ জন নেতা পদচ্যুত হয়েছেন। এতে দলে তীব্র অস্থিরতা বিরাজ করছে। দলের একটি সূত্র জানিয়েছে, এই বিষয়ে আগামীকাল বুধবার জি এম কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

বেআইনি সিদ্ধান্ত দাবি করে প্রত্যাখ্যান

সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “জি এম কাদের যে সভা ডেকে আমাদের অব্যাহতি দিয়েছেন, সেটি বৈধ নয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকার এখতিয়ার মহাসচিবের। ফলে সেই সভার সিদ্ধান্ত আমরা মানি না। আমরা এখনো আমাদের পদে বহাল।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টির গঠনতন্ত্রে যে ধারায় আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে, তা একটি স্বৈরাচারী ধারা। এতে একজন ব্যক্তি যাকে খুশি দলের বাইরে রাখতে ও দলে নিতে পারেন। গণতান্ত্রিক দলে এমন নিয়ম থাকতে পারে না।”

জি এম কাদেরের স্বৈরাচারী আচরণের অভিযোগ

আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেন, “এইচ এম এরশাদ অসুস্থ থাকার সময় জোর করে জি এম কাদের কো-চেয়ারম্যান হন। এরপর থেকেই তিনি স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন।”

মহাসচিব মুজিবুল হক বলেন, “জি এম কাদের যখন ২৮ জনকে পদোন্নতি দিয়েছেন, তখন আমাকে কিছুই জানানো হয়নি। অথচ আমি দলের মহাসচিব! তিনি কীভাবে একাই এমন সিদ্ধান্ত নিতে পারেন?” তিনি আরও বলেন, “আমি যখন সংসদ সদস্য ছিলাম, তখন জি এম কাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি কেবল এরশাদের ভাই বলেই আজকের অবস্থানে।”

মুজিবুল হক জোর দিয়ে বলেন, “আমরা জাতীয় পার্টি ছাড়ব না, ভাঙতেও দেব না। আমরা কাউন্সিলে অংশ নেব, কথা বলব। আমাদের কথা না মানলে তখন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

নেতৃত্বে রদবদল

গতকাল সোমবার জাপার কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনিসুল ইসলাম মাহমুদ (সিনিয়র কো-চেয়ারম্যান), এ বি এম রুহুল আমিন হাওলাদার (কো-চেয়ারম্যান) ও মুজিবুল হক (মহাসচিব)–কে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি দলের নতুন মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারীর নাম ঘোষণা করা হয়েছে

Scroll to Top